অস্ত্রসহ বৌদ্ধ ধর্মগুরু ও ৩ সহযোগী আটকের বিষয়টি চেপে যাওয়া হয়েছে!!!

0
62

 বৌদ্ধ ধর্মীও ভিক্ষু অস্ত্রসহ আটকের বিষয়টি বাস্তবতার নিরিখে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি! উপজাতীয় নেতাদের চাপে বিষয়টি গোপন রাখা হয়। কিছু কতিপয় বৌদ্ধ ধর্মীও গুরু ভিক্ষু সন্ত্রাসবাদের ঘটনাকে আড়াল করতে বিষয়টি চেপে রাখা হয়েছে বলে জানা যায় সূত্রে! এ ঘটনা দামাচাপা দেওয়া ঘৃণিত অপরাধ, কারণ একজন প্রকৃত অপরাধী কৃতকর্মের দায় সমগ্র বৌদ্ধ সমাজ নিতে পারেনা। অপরাধী যে হোক তার মুখোশ উন্মোচন পার্বত্য চট্টগ্রামের জন্য অত্যান্ত মঙ্গলকর। সন্ত্রাসীদের কোন জাত, ধর্ম-বণ নেই। এরা সন্ত্রাস এটা তাদের মূল পরিচয় হওয়াটা বাঞ্ছনীয়। একজন বৌদ্ধ ধর্মীও ভান্তে ও তার সহযোগীরা সহ অস্ত্রসহ আটক হয়েছে তার জন্য সমগ্র বৌদ্ধ ভিক্ষু তথা বৌদ্ধ সমাজ দায়ী নয়।