খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

0
59

 

খাগড়াছড়িতে সাবেক এক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে সরকারি ১২ লাখ টাকা আত্নসাতের ঘটনায় এক ঠিকাদারসহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা
ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দুদকের
সহকারী পরিচালক আবুল বাশার।

জানা যায়, ২০১৭ সালের জুন মাসে খাগড়াছড়ির সাবেক সিভিল
সার্জনের কার্যালয়ের চারটি গাড়ি মেরামতের জন্য ভুয়া প্রকল্প দেখিয়ে আসামিরা পারস্পারিক
যোগসাজেশে সাবেক সিভিল সার্জন ডা. আব্দুস সালামের স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাৎ
করেন। এ সংক্রান্ত একটি অভিযোগ দুদকে দেওয়া হয়। সেই সূত্র ধরে প্রাথমিক সত্যতা পেয়ে
দুদক মামলা দায়ের করে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here