সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আমদানী ভারতীয় ঔষধ ও ১২৪ পিস ভারতীয় শাড়িসহ ২ জনকে আটক করেছে খাগড়াছড়ির মাটিরাঙা থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় শাড়ি ও ঔষধ বহনকারী একটি জিপ (চট্টগ্রাম-গ-২৫৩২)সহ দুইজনকে আটক করা হয়েছে। ২৭ অক্টোবর মধ্যরাতের দিকে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ৫নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া কবরস্থানের পাশ থেকে অবৈধ ভারতীয় পণ্যসহ তাদেরকে আটক করা হয়। ২৮ অক্টোবর দুপুরের দিকে ভারতীয় শাড়ি ও বিভিন্ন ঔষধ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আলী। তিনিবলেন, “প্রায়ই সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করছে। এসব অবৈধ পথে পণ্য আমদানি রোধে পুলিশ কাজ করছে।”আটককৃত শাড়ি ও ঔষধের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকার উপরে বলে জানিয়েছেন তিনি।