অস্ত্র সহ আটক ভান্তের ছবি সংযুক্তি অথচ কোন সংবাদমাধ্যম অস্ত্র সহ আটক ভান্তের খবর প্রকাশ করেনি! উপজাতীয় নেতাদের চাপে বিষয়টি গোপন রাখে। বৌদ্ধ ধর্মীও গুরু ভান্তের সন্ত্রাসবাদের ঘটনাকে আড়াল করতে বিষয়টি চেপে রাখা হয়েছে বলে জানা যায়! পার্বত্য চট্টগ্রামে কোন এক সেনা টহলে যখন বৌদ্ধ ধর্মীও ভান্তেদের বহনকারী গাড়িবহর তল্লাশি করে তখন সেনাবাহিনীকে অপদস্ত করা হয়। ধর্মীও কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলে সেনাবাহিনীর উপর চড়াও হতে দেখা যায়! খাগড়াছড়ি রাঙামাটি সড়কে ২০১৯ এর প্রথম দিকে সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক ভান্তে বহনকারী গাড়ি তল্লাশি করার সময় উত্তেজিত ভান্তেরা তল্লাশি ফেসবুকে লাইভ প্রচার করে। কোন আইনে সেনারা তল্লাশি করে দেশজুড়ে সেই প্রশ্নও দেখা যায়। সেনা সদস্যদের নাকানিচুবানিও খাওয়ানো হয়। যারা তৎকালীন সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছিলেন তারা কি বলবেন আজ? অথচ সেই বৌদ্ধ ভিক্ষুরা সন্ত্রাসবাদে জড়িত। অস্ত্র সহ আটক এমন একটি ডকুমেন্টস গোপন রাখার অপচেষ্টা করা হয়েছে।