রামগড়ে ট্রাক -সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
40

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈচালা এলাকার মসজিদের সামনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ০১ গুরুতর আহত ৫।

রবিবার বিকেলে এ
মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। আহতদেরকে স্থানীয় লোক জনের সহযোগীতায় রামগড় উপজেলা
হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি হলেন- মাটিরাঙা আলুটিলা এলাকার সূর্য ত্রিপুরার
স্ত্রী জগৎ মালা ত্রিপুরা(৩২) বলে জানাযায়। সে ক্ষুদ্র সূতা ব্যবসায়ী ছিলেন। অসহায়
পরিবারের বরনপোষনসহ সংসার চালাতেন।
গুরুতর আহত ২জনকে চট্রগ্রাম মেডিকেলে
কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্যরা রামগড় হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে।

আহতরা হলো তামিম মাহমূদ(৩০) পিতাঃ আবুল হোসেন সাং গাবমা পাড়া মানিক ছড়ি, সুবজ(৩০) পিতাঃ নুর ইসলাম রামগড়, চৈইংদা (৪০) স্বামীঃ ওয়াছে মাটিরাঙ্গা, মো. তারেক(১৫) পিতাঃ আবুল হাসেম সাংহাফছড়ি। একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও
স্থানীয় সূত্রে জানা যায়, রামগড়ে কোন এক ইদভাটা থেকে ইদ ভর্তি দ্রুতগামী একটি মিনিট্রাক
রামগড় দিকে যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মূখোমুখি
সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নিয়ে আসার পর ১জনের মৃত্যু হয়।
রামগড় থানার (ওসি)মোহাম্মদ
শামসুজ্জামান বলেন দূর্ঘটনার খবর সুনে ঘটনাস্থলে আসে।

ঘটনায় মামলার প্রস্তুতি চলছে,
ট্রাক চট্র মেট্রো শ _১১_২১১০ ও সিএনজি জব্দ করা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন‍্য খাগড়াছড়ি
সদর হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here