নাইক্ষংছড়িতে বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

0
42

  

মহা মানব হযরত মুহাম্মদ (.) কে নিয়ে ফ্রান্সে রাষ্টীয় পৃষ্টপোষকতায় ব্যঙ্গচিত্র প্রকাশ এর প্রতিবাদে (১৫ নভেম্বর) বেলা ৩টায় নাইক্ষংছড়িতে
স্মরণকালের বড় বিক্ষোভ মিছিল হয়েছে
উপজেলার সম্মিলিত উলামায়ে এ কেরাম ও সবর্স্তরের তাওহীদি
জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

 

উক্ত
সমাবেশে
বক্তব্য দেন মাওঃ আছেম সিরাজ
খতিব,আদর্শগ্রাম জামে মসজিদ। প্রধান অতিথি ছিলেন
হাফেজ মাওলানা জালাল উদ্দিন ফারুকী পরিচালক, রেস্টহাউজ
সংলগ্ন আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ।
বিশেষ
অতিথি, মাওঃ আব্দুল্লাহ পরিচালক, সোলতানিয়া ইসলামিয়া গর্জনিয়া, মাওঃ ফরিদ আহমদ
পরিচালক, আশরফমিয়া মাদ্রাসা চাকঢ়ালা, মাওঃ তকি, শিক্ষক, হামিউচ্ছুন্নাহ মাদ্রাসা
চাকঢ়ালা, মাওঃ ফয়েজ উল্লাহসহ
নাইক্ষ্যংছড়ি ও আশেপাশের মসজিদের ইমাম ও মুসলিম তাওহীদি জনতা। সভাপতিত্বে করেনঃ
মাওঃ ইয়াকুব।

 

বিক্ষোভ
মিছিল
টি দুপুর ৩টায় শুরু করে শেষ হয় বিকাল ৪.৩০ মিনিটেবিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদ রেষ্ট হাউজ চত্ত্বরে এসে সমাবেশ অনুষ্টিত হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here