“রাঙ্গামাটিতে সেনাবাহিনীর টহল কর্তৃক জেএসএস (মূল) এর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার”

0
44

 



গত, ২০ অক্টোবর ২০২১ তারিখে, আনুমানিক রাত ১২ ঘটিকায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সেনাবাহিনীর টহল দল কর্তৃক একটি অভিযান পরিচালনা করে বলে খবর পাওয়া যায়।
উক্ত অভিযানে জেএসএস (মূল) তথ্যদাতা ও চাঁদা সংগ্রহকারী জ্যোতিন্দ্র তংচঙ্গা (৩০) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে তল্লাশি পূর্বক ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তল্লাশি শেষে এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করার জন্য বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। 

জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। উক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্ন বাজারে সন্ত্রাস ও চাঁদাবাজদের নেতৃত্ব দিয়ে আসছিল এবং সে জেএসএস (মূল) দলের তথ্যদাতা বলে জানা যায়। পরবর্তীতে, উক্ত ব্যক্তিকে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।

বেপরোয়া এই আঞ্চলিক সন্ত্রাসীদের অত্যাচার ও হয়রানিতে পার্বত্য জনপদ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই, পার্বত্য অঞ্চলের সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছিল।

এ বিষয়ে কাপ্তাই জোন কমান্ডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেএসএস (মূল) এর সন্ত্রাসীরা অত্যন্ত গোপনীয়তার সাথে অত্র জোনের বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে মর্মে গোয়েন্দা তথ্য রয়েছে। ফলশ্রুতিতে অত্র জোন কর্তৃক নিয়মিত অপারেশন ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে অত্র জোন কর্তৃক অপারেশন পরিচালনা করে উল্লেখিত সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ দমনে রীতিমতো বাংলাদেশ সরকার তথা নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here