বান্দরবান রিজিয়ন কর্তৃক ২৭ জন স্থানীয় হতদরিদ্র ব্যক্তিবর্গ এবং ০৩ টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা
হয়।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি বান্দরবান রিজিয়ন কর্তৃক ২৭ জন স্থানীয় হতদরিদ্র ব্যক্তিবর্গ
এবং ০৩ টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে
বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার
জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন , পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের
পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে
সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগীতা প্রদান করে থাকি। আমরা Social Safety
Network Program এর আওতায় বিশেষত দুর্গম এলাকার মানুষের জীবিকার ব্যবস্থা করাই আমাদের
মূল লক্ষ্য। আমরা সকলকে নিরাপত্তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় পার্বত্য অঞ্চলের
সকলকে সামিল করতে চাই।
দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে
সাবলম্বী করতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা দিতে পেরে আমরা আজ অনেক আনন্দিত এবং ভবিষৎ
এ এই ধরনের সহযোগীতা অব্যহত থাকবে।
এছাড়াও পার্বত্য জেলার দূর্গম পাহাড়ী
অঞ্চলে সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনী সার্বক্ষনিক সকলের পাশে আছে তাই চাঁদাবাজ/সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সকলকে সহযোগীতার আহবান জানানো
হয়।
*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*