লামায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ

0
36
বান্দরবান জেলার লামা থেকে গিয়াস উদ্দিন (৫০) নামে এক নিরীহ ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।
গত, বৃহস্পতিবার ভোররাত ৪টায় লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় নুনারবিল পাড়াস্থ নাজমা বেগমের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
অপহৃত গিয়াস উদ্দিন লামা বাজারে মাছ-সবজির ব্যবসা করত ও বড় নুনারবিল এলাকায় পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকতো। ঘটনার পর থেকে গিয়াস উদ্দিনের পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে কোন হদিস না পেয়ে লামা থানার সহযোগিতা কামনা করে।
নিখোঁজ গিয়াস উদ্দিনের স্ত্রী জুবাইদা বেগম (৩৫) বলেন, আমরা লামা পৌরসভার বড় নুনারবিল পাড়ায় নাজমা বেগমের বাড়িতে ভাড়া থাকি। 
বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় কয়েকজন লোক আমার স্বামীকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়। আমার স্বামী বাসা থেকে বের হতে না চাইলে তারা বলে যে, আমরা লামা থানা থেকে এসেছি। তিনি বাসা থেকে বের হলে তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়। আমার স্বামীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ করে দেওয়া হয়। তারা আমাকে সকাল ১০টায় লামা থানায় যোগাযোগ করার জন্য বলে। আমি সকালে থানায় যোগাযোগ করে জানতে পারি লামা থানায় আমার স্বামীকে নেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তাকে কোথাও খুঁজে না পেয়ে আমরা চিন্তিত। 
এই বিষয়ে লামা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, লামা থানা পুলিশ তার বাসায় যায়নি, বিষয়টি আমরা জানিনা। নিখোঁজ গিয়াস উদ্দিনের পরিবারের লোকজন তার খোঁজে থানায় আসে। তারা ডায়েরি করতে চাইলে তাদের লিখে নিয়ে আসতে বলা হয়েছে বলে জানান তিনি।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here