আগুনে দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ির দীঘিনালা জোন।
দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সুহৃদ শুভানন সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদের মধ্য বেতছড়ি (গোরস্থান পাড়া) গ্ৰামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আসাদুল ইসলাম কে আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদান শেষে ক্যাপ্টেন সুহৃদ শুভানন বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আসাদুল ইসলাম দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি, গোরস্থান পাড়ার স্হায়ী বাসিন্দা। গত ০২ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ২টা ৪০ মিনিটের সময় আকস্মিকভাবে আগুন লেগে পাশাপাশি দুইটি দোকানের যাবতীয় জিনিষপত্রসহ দোকানগুলো পুড়ে যায়। আয়ের একমাত্র উৎস সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ছেলেমেয়েদের স্কুলে ভর্তি, পড়ালেখার খরচ ও সংসার চালানো উভয়ের জন্য দুরূহ হয়ে পড়ে। উপার্জনের আর কোন উৎস না থাকায় অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে, দীঘিনালা জোন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়।
দীঘিনালা জোনের আর্থিক সহায়তা পেয়ে মোঃ সাইফুল ইসলাম বলেন, পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে যে কোন ধরনের সমস্যায় আমাদের পাশে ছায়ার মত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ।
মোঃ আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।