খাগড়াছড়িতে ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

0
38

খাগড়াছড়ি প্রতিনিধি: রবিবার দিবাগত মধ্যরাতে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিশুদ্ধা মহাথের (৫২) নামে এই বৌদ্ধ ভিক্ষু গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। 

গ্রামের একজন মহিলা আজ সোমবার ছোয়াইং (খাবার) দিতে এসে বৌদ্ধ ভিক্ষুকে বিহারের মধ্যে পড়ে থাকতে দেখেন পরে বিষয়টি গ্রামবাসী জানতে পেরে পুলিশকে খবর দেন। বিহারে একাই ছিলেন তিনি।

বৌদ্ধ ভিক্ষুর ছোট ভাই ক্যউচিং মারমা জানিয়েছেন দুর্বৃত্তরা বিহারে ডাকাতি করতে এসে ভিক্ষুকে খুন করে থাকতে পারে। তার হাতে তেমন নগদ টাকা ছিল না শুধু দুইটি মোবাইল ছিল।

এই ধর্মগুরু গত ৩০ বছর ধরে ধর্ম প্রচার ও মানবসেবায় নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।


 পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here