নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং মহামারী করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণের
মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন
(১১ বিজিবি) শুরু থেকেই সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী
ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন
(১১ বিজিবি) এরই ধারাবাহিকতায় (৩০ জানুয়ারী রবিবার) দায়িত্বপূর্ণ এলাকায় দুঃস্থ
ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে ১৪৭টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এছাড়াও মহামারী
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়া ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
বিজিবির সদস্যগণ বিভিন্ন চেকপোষ্টে গমনাগমনকৃত জনসাধারণের মাঝে বিনামূল্যে ৬৫০টি মাস্ক
বিতরণ করেন।
উল্লেখ্য যে, ১১
বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল নাহিদ হোসেন জানান জোনস্থ জনমানবহীন দুর্গম
সীমান্তে তারা দায়িত্বভার গ্রহণের পর থেকেই দুর্গম পার্বত্য এলাকা জুড়ে সীমান্ত প্রহরার
দায়িত্ব সাফল্যের সাথে পালন করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে এবং
ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে বলে জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*