পুড়ে যাওয়া রিসোর্ট পূর্ণনির্মাণের শুভ উদ্বোধন করলেন সেনাবাহিনী

0
30

  

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ফলে পুড়ে যাওয়া রিসোর্ট পূর্ণনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী রিসোর্ট পূর্ণনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।


এ সময় সাজেক থানার ওসি নুরুল আনোয়ার, সাজেক রুইলুই মৌজার হেডম্যান লালথাংগা লুসাই, কংলক পাড়ার হেডম্যান সহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ সহ স্থানীয় রিসোর্ট ও কটেজ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী বলেন, রিসোর্ট তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে দীর্ঘদিন ধরে বেশ কিছু রিসোর্ট এর কার্যক্রম বন্ধ আছে। বিশেষ বিবেচনায় আমরা পুড়ে যাওয়া রিসোর্ট পূর্ণনির্মাণ কাজের অনুমতির মাধ্যমে অগ্রগতি শুরু করলাম। সম্প্রতি  আগুনের পুড়ে গিয়ে আরও কিছু কিছু রিসোর্ট এর কার্যক্রম বন্ধ হয়েছে। আপনারা যদি এই অগ্রগতি ধরে রাখতে পারেন তাহলে আমরা পর্যায়ক্রমে বাকী রিসোর্ট গুলো পরিচালনার অনুমতি দেয়ার চেষ্টা করবো। সেখানে হেডম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে তাদের উদ্দেশ্য বলেন আপনারা এসব কাজের তদারকি করবেন যাহাতে নতুন করে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদী কর্মকান্ডের সূচনা না হয়।

উল্লেখ্য গত ০২ ডিসেম্বর মধ্য রাতে আগুনে ৩টি রিসোর্ট, একটি রেষ্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে যায়। প্রাথমিক ভাবে পুড়ে যাওয়া এসব রিসোর্টের কাজ নতুন করে শুরুর শুভ সূচনা করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here