বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ছাই্যখ্যং ব্রীজ এলাকা থেকে কাপ্তাই জোনের অধিনে রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ড অফিসার মো. মাসুদুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজস্থলী উপজেলার নাড়াছড়া বাঙ্গালহালিয়া এলাকায় রাতের আঁধারে গহীন পাহাড়ি এলাকার সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কাঠ পাচার করা হচ্ছে। সাথে সাথে রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে একটি আভিযানিক দল বাঙ্গালহালিয়া এলাকায় গিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ২২৬ ফুট সেগুন কাঠ জব্দ করে যার আনমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত কাঠ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য এই সকল অবৈধ কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের অর্থের মূল যোগানদাতা।
এই বিষয়ে কাপ্তাই জোন বলেন, ভবিষ্যতে পাহাড়ের এই ধরনের অবৈধ বনজ সম্পদ পাচার বন্ধ করতে আমাদের জোন কর্তৃক অভিযান আরও জোরদার করা হবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*
https://t.me/savecht