রাঙামাটি জেলার বরকল উপজেলার চিতারডাক এলাকা থেকে গোপন সংবাদের
ভিত্তিতে বিভিন্ন জাতের ১৫০ ফুট অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।
অধীনে শুভলং ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসব অবৈধ
কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরকল উপজেলার শুভলং ও
চিতারডাক এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হয়। পরবর্তীতে গোপন সংবাদের
ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল কতৃক অবৈধ কাঠগুলো আটক করা হয়। কাঠ জব্দের
সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি চক্রটি পালিয়ে যায়। আটককৃত কাঠের
বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা গেছে।
কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রেঞ্জ অফিসার
বলেন, পার্বত্য এলাকায় বিরাজমান পরিস্থিতিতে আমাদের জনবল সংকটের কারণে আমরা প্রতিনিয়ত
কাঠ পাচার রোধ করতে হিমশিম খাচ্ছি। ফলে প্রতিদিন কাঠ পাচার রোধে যৌথ বাহিনীর সাথে সমন্বয়ে
আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে আটককৃত কাঠগুলো বনবিভাগ কর্তৃপক্ষের কাছে
হস্তান্তর করা হয়।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*
https://t.me/savecht