রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা

0
29
বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে
কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজনেরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গালেঙ্গা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু পাড়া প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য বন উজাড় করা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ওই পরিবারের তর্ক চলে আসছিল। শুক্রবার সকালে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান ল্যাংরুই ম্রোসহ তার পরিবারের ওপর হামলা চালায় তার প্রতিপক্ষরা। ঘটনাস্থলেই লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
রুমা উপজেলার গালিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেনরাত ম্রো জানান, গ্রামের প্রধান ও তার চার ছেলেকে গ্রামবাসী কুপিয়েছে। এতে পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম এ বিষয়ে বলেন, বাবা-ছেলেসহ পাঁচজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পর্যবেক্ষণ করে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে। 
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় কারনে সঠিক তথ্য পাওয়া যায়নি। শুধু আমরা জানতে পেরেছি কারবারী ও তার ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে পাড়াবাসীরা। সেখানে যাওয়ার পরই সঠিক তথ্য জানা যাবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন* 

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here