রাঙামাটি জেলার কাউখালীতে ২৫ লিটার চোলাই মদসহ একজন ও ওয়ারেন্টভুক্ত একজনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকা থেকে সোমবার রাতে চোলাই মদসহ নিউমা মারমা (৪৩) কে ও মঙ্গলবার সকালে ওয়ারেন্টভুক্ত আসামি পুলুমা মারমাকে গ্রেফতার করা হয়।
আটককৃত নিউমা মারমা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালী হেডম্যান পাড়া এলাকার মৃত ক্যথোয়াই মারমার মেয়ে এবং পুলুমা মারমা কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মৃত নিউঁচা মারমার মেয়ে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিউমা মারমা পোয়াপাড়া এলাকায় বাসা বাড়ি ভাড়া করে সেখানে চোলাই তৈরি করে। এমনকি ব্যবসায়ের উদ্দেশ্যে সেখানে তৈরিকৃত চোলাই মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে ২৫০ গ্রামের কোমলপানীয় বোতলে মজুদকৃত ২৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া পুলুমা মারমাকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে চট্টগ্রামে বায়জিদ এলাকা থেকে আটক করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অবৈধ দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয় করে আসছে। কাউখালী থানা পুলিশ মাদকসহ সকল অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*
https://t.me/savecht