স্থানীয় সূত্র জানায়, ১৫ মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবাতী ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে এক ব্যক্তিকে হত্যা করে।
নিহত ব্যাক্তির নাম জলন্ত তংচাঙ্গা (৩৫) রাজাবিলা ইউনিয়নের তাংলুং পাড়ার বাসিন্দা। সুত্রে জানাযায় জলন্ত তংচঙ্গা একসময় ইউপিডিএফ এর সশস্ত্র দলের সক্রিয় সদস্য ছিলো।
টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মাংয়াং ম্রো জানান, ৭ নাম্বর ওয়ার্ডের পূর্ণবসান চাকমা পাড়ায় জলন্ত তংচঙ্গা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। তবে বিস্তারিত এখনো জানি না।
এদিকে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ ডেমোক্রেটিক সাধারণ সম্পাদক ওবামাং বলেন, নিহত জলন্ত তংচঙ্গা একসময় ইউপিডিএফ কালেক্টর ছিলেন। এক বছর আগে দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে একজনকে হত্যা করেছে বলে খবর পেয়েছি। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*