বান্দরবান জোন কর্তৃক অবৈধ কাঠ উদ্ধার

0
53

বান্দরবান
জেলাধীন বলিয়ারচর এলাকায় রূপসীপাড়া
 আর্মি
ক্যাম্প কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ উদ্ধার কয়া হয়।

আজ, রবিবার
(১৭ এপ্রিল) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দূর্গম পাহাড়ি এলাকার সরকারি
সংরক্ষিত বনাঞ্চল থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কাঠ পাচার করা হচ্ছে। তৎক্ষণাৎ
রূপসীপাড়া  আর্মি ক্যাম্প থেকে একটি আভিযানিক
দল বলিয়ারচর এলাকায় গিয়ে অবৈধ কাঠ উদ্ধারে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের
পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ১১০ সেফটি কাঠ বোঝায়সহ একটি
গাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।

পরবর্তীতে,
উদ্ধারকৃত কাঠ লামা বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য
যে, এই সকল অবৈধ কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের অর্থের মূল যোগানদাতা।

এই বিষয়ে বান্দরবান জোন
কমান্ডার বলেন, ভবিষ্যতে পাহাড়ের এই ধরনের অবৈধ বনজ সম্পদ পাচার বন্ধ করতে আমাদের জোন
কর্তৃক অভিযান আরও জোরদার করা হবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here