খাগড়াছড়ি সেনা অভিযানে ইউপিডিএফ (প্রসীত) চাঁদা কালেক্টর আটক

0
31

খাগড়াছড়ির সাজেক উপজেলায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন একটি বিশেষ অভিযান চালিয়ে বাঘাইহাট বাজার এলাকা থেকে চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফ (প্রসীত) দলের চাঁদাবাজ বাপ্পারাজ চাকমাকে (২৫) আটক করেছে।

গত রবিবার (১৭ এপ্রিল) রাতে সেনাবাহিনীর অভিযান চলাকালে বাঘাইহাট বাজার এলাকা থেকে চাঁদা আদায়ের রশিদসহ উক্ত চাঁদাবাজকে আটক করা হয়। 

পরবর্তীতে ইউপিডিএফ (প্রসীত) দলের চাঁদাবাজ বাপ্পারাজ চাকমাকে সাজেক পুলিশ এর কাছে হস্তান্তর করা হয় ৷

অভিযানে আটককৃত ব্যক্তির নিকট হতে ১টি চাঁদা আদায়ের রশিদ বই, ১ টি মোবাইল ফোন এবং নগদ ১০,০২০ টাকা উদ্ধার করা হয়। উক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদা আদায়সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ঐ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল।

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরণের বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগণ। স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে এ প্রত্যাশা তাদের।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*


 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here