রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

0
33

আজ, (২৮ এপ্রিল) সকালে রাঙামাটি সদর জোন মাঠ প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হওয়ায় ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে ২০০ জন পাহাড়ি-বাঙালিদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ সময় তাদের মাঝে চাল, সেমাই, চিনি, গুড়াদুধ, তেল, মসলা, সেলাই মেশিন এবং ২৫ জন অসহায় দুস্থ ব্যক্তিকে ১ লাখ ৫৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি বলেন, আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান। আমরা আশাকরি সেনবাহিনীকে অনুসরণ করে ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি এবং লিঙ্গ ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here