রাজস্থলীতে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএস মূল দলের চাঁদা কালেক্টর আটক

0
25

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে রাঙামাটির রাজস্থলীতে অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ জেএসএস (মূল) দলের একজন সক্রিয় চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত চিনমুই মারমাকে (৩০) বাঙালহালিয়া ইউনিয়নের রমদিয়া পাড়া থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি জেএসএস (মূল) দলের একজন সক্রিয় চাঁদা কালেক্টর।   

সংশ্লিষ্টদের সূত্রমতে জানা যায়, কাপ্তাই জোনের বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য  গোপন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাকে একনলা বন্দুক ও গুলিসহ আটক করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত চিনমুই মারমা গত বছর জেএসএস (মূল) দলে যোগদান করে। শুক্রবারে পরিবারের সাথে দেখা করতে আসার খবর পেয়ে সেনাবাহিনী ঐ এলাকায় করা নজরদারি আরোপ করে। পরে সেনাসদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছ এবং আগামীকাল তাকে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here