আজ, (৪ মে) রাঙ্গামাটির লংগদু জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ০৪ কেজি গাঁজা ও অন্যান্য সরঞ্জামাদিসহ ০১ মাদক ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লংগদু জোনের একটি টহল দল সম্বংর চাকমা নামক একজন মাদক ব্যবসায়ীকে ০৪ কেজি গাঁজা ও অন্যান্য সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীকে লংগদু থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়। এটা ছিল পার্বত্য চট্টগ্রামের মদক দ্রব্য ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*