দীঘিনালা সেনা জোন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২২

0
67

আজ, বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৯ টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন কর্তৃক জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার। এসময় উপস্থিত ছিলেন ৪ ই-বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রুমন পারভেজ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা, বাবুছড়া ইউপি। উদ্বোধন শেষে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ বনাম দীঘিনালা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বোয়ালখালী একাদশ ১১ গোলে এগিয়ে যায় এবং দীঘিনালা একাদশ ০ গোলে খেলা সমাপ্ত হয়।

এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী- ভাইস চেয়ারম্যান মিস সীমা দেওয়ান। মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here