বান্দরবানে সেনা অভিযানে তিনজন চাঁদা কালেক্টর আটক

0
37

হাবিব গেস্ট হাউস, বান্দরবান শহর  এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে, তিন জন চাঁদা কালেক্টরকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, ১৮ মে বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নেতৃত্বে বান্দরবান জোনের একটি বিশেষ অভিযানে হাবিব গেস্ট হাউস এলাকায় চাঁদা আদায়ের সময় নুমংপ্রু মারমা (২০), উক্য মং মারমা (২১), আথুই মারমা (২১) কে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে  চাঁদা আদায়ের রশিদ বই সহ মোবাইল ০৪টি, মানি ব্যাগ ২টি, জাতীয় পরিচয় পত্র ০২টি , চেক বই ০২টি, জন্ম সনদপত্র ০১টি ও ২২৭৮৩ নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃত চাঁদাবাজদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা বান্দরবান এলাকার নিয়মিত চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছেন। 

পরবর্তীতে গ্রেফতারকৃত চাঁদাবাজকে বান্দরবান থানায় হস্তান্তর করা হয়।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here