
পাহাড়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন সদরে মাসিক মতবিনিময় সভা ও ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।
আজ, (১৯ মে) সকালে জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার খাগড়াছড়ি, সেক্টর কমান্ডার গুইমারা, ভারপ্রাপ্ত কর্মকর্তা গুইমারা থানা, উপজেলা চেয়ারম্যান মানিকছড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততৃতায় গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সেনাবাহিনীর যে কয়টি ইউনিট যুদ্ধে অংশগ্রহন করেছে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তার অন্যতম। আমরা বিগত বছরেই স্বাধীনতার ৫০তম বছরে পর্দাপন করেছি। আজ স্বাধীনতার যুদ্ধে সক্রিয় অংশ্রগ্রহনকারী ইউনিট হিসাবে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০ বছর অতিক্রম করেছে যা সেনাবাহিনীর জন্য একটি মাইলফলক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কেটে ও প্রতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করেন।