বান্দরবান সেনা জোন কর্তৃক বিশেষ অভিযানে জেএসএস (মূল) এর ০৪ চাঁদাবাজ আটক

0
34

গত, (২০ মে) শুক্রবার ১৭৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র চাঁদাবাজ দমনে বান্দরবান রিজিয়নের সদর জোন কর্তৃক উপজেলার কুহালং ইউনিয়নের খৈয়াছড়া পাড়া এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়।

উক্ত অভিযানে জেএসএস (মূল) এর চাঁদা সংগ্রহকারী কমল জয় তংচঙ্গা (৩০), দীপায়ন চাকমা (২৮), সাইকোট (প্রকাশ বইল্লা) তংচঙ্গা (৩২) এবং সায়ন্ত চাকমা (২৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাঁদা সংগ্রহের রশিদ বই, ০৩ টি মোবাইল সেট, ০১ টি মোটরসাইকেল, ০২ টি ভুয়া আইডি কার্ড, নগদ ২,৩৩৬.০০ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা জেএসএস (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়।

জোন অধিনায়ক, বান্দরবান জোন জানান, এই অভিযান পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা যায়।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here