
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তাবিমইনপাড়া গ্রামের রাঙ্গুনিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিতালী তঞ্চঙ্গ্যা (২৪) দীর্ঘ ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে তার বাবা থানায় অভিযোগ জানিয়েছেন।
গত, বুধবার (১৮ মে) ডায়েরি করা হলে পুলিশ মিতালী তঞ্চঙ্গ্যার সন্ধান দিতে পারেনি। অনুসন্ধানে জানা গেছে, কলেজ ছাত্রী মিতালী তঞ্চঙ্গ্যা ১২ মে সকালে বাড়ি থেকে রাঙ্গুনিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে এখন পর্যন্ত বাড়ি ফেরেনি।
উক্ত ঘটনা নিয়ে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন তাকে অপহরণ করেছে। এ ব্যাপারে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, তার বাবা রাজস্থলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। ডায়েরির পর সম্ভাব্য জায়গায় বার্তা দেওয়া হয়েছে। মিতালী তঞ্চঙ্গ্যা সন্ধান পেতে তদন্ত আদালতে কার্যক্রমটি প্রচলিত রয়েছে।