বান্দরবান জোন কর্তৃক বিশেষ অভিযানে অস্ত্রসহ জেএসএস (মূল) দলের ০১ চাঁদাবাজ আটক

0
36

“বান্দরবান সেনা জোন কর্তৃক বিশেষ অভিযানে ০১টি দেশীয় গাঁদা বন্দুক এবং অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস (মূল) এর ০১ জন চাঁদা সংগ্রহকারী আটক”

অদ্য, (২৩ মে) ১৫৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাস দমনে বান্দরবান জোন কর্তৃক তালুকদার পাড়া এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জেএসএস (মূল) এর চাঁদা সংগ্রহকারী উমুংচিং মারমা (২৬) নামে একজন চাঁদাবাজকে আটক করা হয়। 

গ্রেফতারকৃ চাঁদাবাজের কাছ থেকে ০১টি দেশীয় গাঁদা বন্দুক, ২৩ পিস ইয়াবা, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জানা গেছে, উমুংচিং মারমা দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তিনি জেএসএস (মূল) দলের সশস্ত্র শাখার একজন সক্রিয় সদস্য। 

জোন অধিনায়ক, বান্দরবান জোন জানান, এই অভিযান পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা যায়।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here