সেনাবাহিনীর উদ্যাগে রাজস্থলীতে হেডম্যান কারবারী সম্মেলন

0
31

                                     

রাঙ্গামাটি কাপ্তাই জোনের অটল
ছাপ্পান্ন এর ভারপ্রাপ্ত জোন কমান্ডারের নির্দেশে রাজস্থলী ক্যাম্প প্রাঙ্গণে হেডম্যান
কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ, সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায়
হেডম্যান কারবারী সম্মেলনে রাজস্থলী সাব-জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার হেডম্যান
ও কারবারীদের উদ্দেশ্য বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি,সম্প্রীতি
এবং উন্নয়নের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করছে। সে ধারাবাহিকতায় কাপ্তাই জোন ৫৬ বেঙ্গল দায়িত্বপূর্ণ
এলাকায় শান্তি ও সম্প্রীতি এবং উন্নয়নে বদ্ধ পরিকর।

তিনি
আরো বলেন, আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দুর্গম এলাকার মানুষ যারা
এখনো আধুনিকতার ছোয়া পায়নি তাদেরকে আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোয়া দিতে চাই।
ভবিষ্যতে সকলের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এলাকার শান্তি প্রতিষ্ঠার
লক্ষ্যে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উচু করে নিরীহ
পাহাড়িদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে শান্তি ফিরিয়ে
আনতে হবে। না হলে এলাকায় শান্তি ফিরে আসবে না।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here