
খাগড়াছড়ির পানছড়িতে ১৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৭) নামের এক যুবক’কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
গত, বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন পোড়াবাড়ি ব্রিকফিল্ডের পাশে মেইন রোড থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ মিজানুর রহমান।আরেকজন আসামি ওমর ফারুক (৩৪) পলাতক রয়েছে। তার পিতা মোঃ মফিজ উদ্দিন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে আমিনকে গ্রেফতার করা হয়।
উক্ত, ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে ১৯৭টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রজু হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছ। এর সাথে জড়িত আরেকজন আসামী ওমর ফারুক পলাতক রয়েছে। তাকে গ্রেফতার এর চেষ্টা চলতেছে।
এছাড়াও তিনি বলেন, আমিন (১৭) দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল।