
ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।
স্থানীয়রা বলছেন, বৃষ্টি ও ঢলের পানিতে কাচালং নদীর পানি বেড়ে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারের আশপাশের এলাকা এবং পৌরসভাসহ আমতলী ইউনিয়নের প্রায় ১০ টি এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বিভিন্ন মাছের ঘের ভেসে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা দেখছেন তারা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাষ্টার পাড়া, পুরান মারিশ্যা ও মধ্যম পাড়ার লোকজন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। তাদের পালিত গবাদি পশু পার্শ্ববর্তী উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।’
পৌর মেয়র জমির হোসেনকে নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শনের কথা জানিয়ে শরিফুল ইসলাম জানান, উদ্ধার তৎপরতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও ট্রলারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলে জানান শফিকুল ইসলাম। এছাড়াও তিনি ঝুঁকিপূর্ণদের ভূমিধস থেকে বাঁচতে নিরাপদ স্থান সরে আসার অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*