
রাঙামাটি জেলার কাপ্তাই সেনা জোনের উদ্যোগে ৪নং কাপ্তাই ইউনিয়নয়াধীন কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
আজ, মঙ্গলবার (২১ জুন) সকালে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় কর্ণফুলী নদীর ঢালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ৩০টি পরিবারের ১৪৮ জন ব্যক্তিবর্গের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরতদের জন্য খাদ্যসামগ্রী চাউল, আটা, ডাল, সয়াবিন তেল, চিনি এবং লবন প্রদান করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোহাম্মদ শামছুল আরেফীন খান, পিএসসি। এছাড়াও ৪নং কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাস দমনে যেমন কঠোর ঠিক তেমনি পাহাড়ে দুস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা এবং যেকোন বিপদে-আপদে পাশে দাড়াতে সর্বদা প্রস্তুত। পার্বত্য অঞ্চলে বসবাসকারী নিরীহ জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে অত্র জোনের সকল সেনা সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও, সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*