
আজ, (৫ অগাস্ট) শুক্রবার আনুমানিক ১১১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন সদর থেকে ০১ কিলোমিটার উত্তরে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে চোরাকারবারীদের থেকে ভারতীয় অবৈধ কাপড় উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উক্ত অভিযান পরিচালনা করার সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ভারতীয় অবৈধ কাপড় গুলো উক্ত স্থানে রেখে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারী ব্যবসায়ীরা।
এ বিষয়ে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, আটককৃত অবৈধ কাপড়ের আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা। পার্বত্য অঞ্চল থেকে চোরাচালান, অবৈধ ব্যবসা এবং সকল প্রকার অপরাধ নির্মূলে ভবিষ্যতেও সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত সরঞ্জামাদি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*