
২৬ জুলাই ২০১৭ তারিখে বান্দরবানে জুম চাষী নুশৈমং মারমা হত্যা মামলায় হ্লাসিংমং মারমা নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনি বান্দরবানের রুমা উপজেলার ক্যঅং প্রু মারমার ছেলে।
গত ৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে বান্দারবান জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু হানিফ উক্ত রায় দেন।
আদালত জানান, পূর্ব শত্রুতার জের ধরে ওই জুম চাষীকে হত্যা করে হ্লাচিংমং মারমা। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে রুমা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*