নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র উদ্যোগে সেনা রিজিয়নাধীন শিক্ষার্থীদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা

0
43

নাইক্ষ্যংছড়ি বিজিবি জোন কর্তৃক বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন ১১ বিজিবি জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিমের তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় আয়োজিত চিত্রাঙ্কান প্রতিযোগিতায় সর্বমোট ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন, জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ তানভীর আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সকাল ১১টায় বিজিবি’র মিডিয়া কর্নারে জোন কমান্ডার ও নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সীমান্ত এলাকায় নানা অপরাধ মূলক কর্মকাণ্ড, উপজেলার উন্নয়ন সম্ভবনা ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, আমরা সকলে দেশের জন্যে কাজ করি, দেশের জন্যই লড়াই করি।’ যথাযথভাবে রাষ্ট্রের দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা একান্তকাম্য, ‘নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর তিনি এলাকার পরিবেশ যা দেখেছেন তা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। স্থানীয় মানুষের মাঝে দারুণ মিল। পাহাড়ি-বাঙালি মিলে-মিশে বসবাস করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারাণ পাহাড়ীদের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক পর্যায়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা দেশের কল্যাণে অনেক শ্রম ব্যয় করেন। অনেক তথ্য তাদের কাছে থাকে। সব কিছু বিবেচনায় তিনি সাংবাদিকদের সহায়তা চান।’

জবাবে প্রেসক্লাবের সাংবাদিকরা রাষ্ট্রকে সমুন্নত রাখতে বিজিবি-সাংবাদিক মিলে মিশে উন্নয়ন সহযোগী হতে একমত পোষন করেন।

এ সময় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দীন খালেদ, আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ইফসান খান ইমন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদুল হক বাহাদুর সদস্য জয়নাল আবেদ্দীন টুক্কু, সদস্য হাফিজুল সদস্য আব্দুর রশিদ, সদস্য মোহাম্মদ ইউনুছ, সদস্য মোঃ শাহীন এবং সদস্য মোঃ তৈয়ব উল্লাহ প্রমুখ।


পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here