
গত, শুক্রবার (০৫ আগস্ট) রাঙামাটি জেলার বরকল উপজেলার দুর্গম এলাকায় ৪০ জন স্থানীয় অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গকে বরকল জোন কর্তৃক বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী উক্ত চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উপজেলার করোল্যাছড়ি বিওপি সংলগ্ন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদান করা হয়।
এক বৃদ্ধ চিকিৎসা সেবা নিতে এসে জানায়, দীর্ঘদিন ধরেই হাঁটু ও কোমরের ব্যথায় সোজা হয়ে চলাফেরা করতে পারছি না। গতকাল (বৃহস্পতিবার) রাতে চিকিৎসা সেবার কথা শুনে আজ সকালে করোল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হয়ে চিকিৎসকের পরামর্শ নেই। এসময় চিকিৎসকরা আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছেন সর্বশেষে তিনি বলেন, ভবিষ্যতেও দূর্গম এলাকাগুলোতে এ ধরনের চিকিৎসা সেবা দিতে বিজিবির প্রতি অনুরোধ জানান।
বরকল জোন কমান্ডার বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষকে সেবা দেয়া হচ্ছে। এ ধরনের চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পেইন ব্যাটালিয়নের অধিনস্ত দূর্গম এলাকাগুলোতে অব্যাহত থাকবে।