রামগড় বিজিবি'র অভিযানে ভারতীয় মদসহ আটক ২

0
40
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমুখ বিওপির দায়িত্বপূর্ণ রহমতপুর এলাকা থেকে  অবৈধ ভাবে দেশে আসা ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। 

গত (৬ আগস্ট) শনিবার বিকাল ৩টার দিকে মো. মাঈন উদ্দিন (৩২) ও আবুল কাশেম (২১) নামে দুই যুবককে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মোঃ মাঈন উদ্দিন জেলার ভূজপুর থানাধীন চিকনছড়াস্থ নয়দৌলং এলাকার মোঃ সামসুল হক এবং মোঃ আবুল কাশেম একই এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে।

জানা যায়, কয়লারমুখ বিওপির নায়েব সুবেদার মো. আবুল বাশার এর নেতৃত্বে একটি টহল দল রহমতপুর এলাকা হতে তাদের আটক করে। এসময় তাদের কাছে অবৈধ ভাবে সীমান্ত পার করে দেশে নিয়ে আসা ০৬ বোতল ভারতীয় মদ ও ১টি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল এবং ১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। 

উক্ত ঘটনায় ৪৩-বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান বলেন, আটককৃত মদ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য  ১ লাখ ৬৯ হাজার টাকা। পার্বত্য অঞ্চল থেকে চোরাচালান, অবৈধ ব্যবসা এবং সকল প্রকার অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত  মালামালসহ আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।  

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here