
রাঙামাটি রিজিয়নের বরকল জোনের উদ্যোগে ফ্রি
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৪৫ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন বরকল জোনের ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র
রোগীদের জন্য বিনামূল্যে উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ, রবিবার ২৫ (সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকায় বরকল জোনের সাইচল বিজিবি ক্যাম্পের পাংকুপাড়া এলাকায়
ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা
সেবা নিতে বাঙালি ও উপজাতিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সর্বমোট ৫২ জন পাহাড়ি অসহায় দুস্থ ব্যক্তিবর্গকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
বিজিবির বরকল জোনের জোন কমান্ডার বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক ও ঔষধের স্বল্পতা
থাকার কারণে এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে বিজিবির পক্ষ থেকে এই সেবা দেয়া
হচ্ছে। বিজিবি প্রতিনিয়ত পার্বত্য অঞ্চলের জনসাধারণের পাশে আছে এবং ভবিষ্যতেও
থাকবে। বাড়ির কাছে বিনামূল্যে সেবা পেয়ে রোগীরা খুব খুশি। এই এলাকার অসহায়
মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে ভবিষ্যতেও এই ধরনের মেডিকেল ক্যাম্পেইনের
আয়োজন করা হবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*