.jpeg)
বান্দরবান সদর উপজেলার চারুই পাড়া এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বান্দরবান সেনা জোন।
আজ, সোমবার (২৬ সেপ্টম্বর) বান্দরবান জোন কর্তৃক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বান্দরবান সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এ সেবা দেওয়া হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা বাঙ্গালি এবং উপজাতিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মেডিকেল পরিচালনা করেন, বান্দরবান সেনা জোনের মেডিকেল অফিসার। এ সময় পাহাড়ি এবং বাঙালি মিলে সর্বমোট ১৬১ জন দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।
জোন কমান্ডার বলেন, এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে জানান। পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তিও দুর্যোগকালীন সময়ে বান্দরবান জোন যেকোন সহযোগীতায় পাশে থাকবে। এছাড়াও বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*