লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার

0
41
রাঙামাটির লংগদুতে অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন।

গত, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক এর নেতৃত্বে চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বগাচতর ইউনিয়নের উদয়ছড়ি গ্রামের সবুরের ঘাট নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩৭৪.৩৫ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫,৬১,০০০ (পাঁচ লক্ষ একষট্টি হাজার) টাকা।

পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ রাঙ্গীপাড়া বিট অফিসে হস্তান্তর করে এবং মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি’র অধিনায়ক  বলেন, বিজিবি কর্তৃক এই ধরণের চোরাচালানী, মাদক, নারী পাচার বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা আরো জোরদার করা হবে। এছাড়াও বলেন, পার্বত্য অঞ্চলে বিজিবি সন্ত্রাস দমনে যেমন কঠোর ঠিক তেমনি পাহাড়ে দুস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা এবং যেকোন বিপদে-আপদে পাশে দাড়াতে সর্বদা প্রস্তুত।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here