রাঙামাটির লংগদুতে সেনাবাহিনী কর্তৃক অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
37

রাঙামাটির লংগদুতে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে
লংগদু সেনা জোন।

আজ, বৃহস্পতিবার
(১০ নভেম্বর) সকাল ১১
ঘটিকায় লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া (পিএসসি), দশ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে আর্থিক
সহায়তা প্রদান করেন। এ সময়
আরও উপস্থিত ছিলেন জোন উপ
অধিনায়ক
সহ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ

জোন কমান্ডার বলেন, বাংলাদেশ
সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র নৃ -গোষ্ঠী
জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। এ
সহায়তা তারই একটি দৃষ্টান্ত।
এছাড়াও তিনি বলেন,
পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের
পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে
লংগদু জোন যেকোন সহযোগীতায় পাশে
থাকবে।

তিনি আরও বলেন এর আগে লংগদু সেনা জোনের উদ্যোগে ১ মাসব্যাপী কমিউনিটি কম্পিউটার
প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ২১ জনের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উক্ত সময় প্রশিক্ষনার্থীদের উদ্দ্যেশে বলেন, “প্রশিক্ষণকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান ব্যক্তিগত
কর্মজীবনে প্রয়োগ করে স্বাবলম্বী হতে হবে এবং লংগদুর পাহাড়ী-বাঙালীদের মধ্যে
আর্থ সামাজিক উন্নয়ন
, সাম্প্রদায়িক সম্প্রীতি বহুলাংশে
বৃদ্ধি পাচ্ছে বলে জানান।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here