
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার লংগদু সেনা জোন কর্তৃক লংগদু জোন কমিউনিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার এর অধীনে পরিচালিত বেসিক কম্পিউটার ট্রেনিং সম্পূর্ণকারীদের মাঝে সনদপত্র এবং গরিব ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১০০ ঘটিকায় লংগদু জোনের মাঠে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল হিমেল মিয়া, পিএসসি উপস্থিত থেকে ১৬ জন বাঙালি ও ০৫ জন পাহাড়ি সর্বমোট ২১ জনকে কম্পিউটার প্রশিক্ষন সনদপত্র প্রদান এবং ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় লংগদু জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী সর্বদা পাহাড়ি জনগণের শান্তি প্রতিষ্ঠায় নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা অতীতে যে ভাবে মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের সকল প্রকার মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*