
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে মাটিরাঙ্গা (৪০ বিজিবি) পলাশপুর জোন গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করার মাধ্যমে জনকল্যানমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ নভেম্বর ২০২২ তারিখে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করে উক্ত অধীনস্থ এলাকার জনসাধারণের মাঝে।
এই স্বাস্থসেবা ক্যাম্পেইনে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধিনায়ক ও জোন কমান্ডার এবং ইঞ্জিনিয়ার্স মেডিকেল ক্যাপ্টেন অফিসার উপস্থিত ছিলেন।
পলাশপুর জোন এর অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই চিকিৎসা সেবার আয়োজন করা হবে। এছাড়াও পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন যেকোন সহযোগীতায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।