
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গত বুধবার (২৩ নভেম্বর) সেনাবাহিনীর আলীকদম জোন কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসান (২৭) নামের ইয়াবা কারবারি থেকে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, সেনা সদস্যদের উপস্থিতির টের পাওয়া মাত্রই ইয়াবা কারবারি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগটি তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবা গুলো পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এই বিষয়ে আলীকদম থানার পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন বলেন,এটি নিয়ে আলীকদম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করার মাধ্যমে ইয়াবা কারবারি হাসানকে আটক করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে ।