রামগড়ে বিজিবি কর্তৃক অসহায় গরীব দুঃখীদের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

0
44

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়ে মানবতার সেবায় গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোন। 

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পাহাড়ের দূর্গম এলাকার দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ, রোববার (২৭ নভেম্বর) সকালে রামগড়ের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে প্রায় ২০০ শত দুস্থ মানুষকে বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এসময় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এবং মেডিকেল ক্যাম্পে চিকিৎসার দায়িত্বে ছিলেন ২৩ বিজিবির মেডিকেল অফিসার ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। 

৪৩ বিজিবি পরিচালক বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই ধারাকে তরান্বিত করার লক্ষ্যে সর্বদা রামগড় জোন কাজ করে আসছে। সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বিজিবি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

তিনি আরো বলেন, মেডিক্যাল ক্যাম্পেইনে বিভিন্ন দুর্গম এলাকা হতে দীর্ঘকালীন বিভিন্ন সমস্যা জর্জরিত রোগীরা আগমন করেন। এসময় সাধারণ জনগণের জন্য এটি একটি মহৎ উদ্যোগ। এছারা নিরাপত্তা বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে প্রতীক হিসেবে কাজ করছে বলে মনে করেন। দূর্গম এলাকায় গরীব দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে অত্র জোনের প্রচেষ্টা অব্যহত থাকবে। ভবিষ্যতেও রামগড় জোন জনস্বার্থে আরো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করবে।   

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here