সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
49

অদ্য ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ (রবিবার) সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য, ইতোমধ্যেই কাপ্তাই জোনের রাজস্থলী আর্মি ক্যাম্প এবং বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক সর্বমোট ১১০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই জোন সর্বদা আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here