মহালছড়ি সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ

0
46

পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি সেনা জোনের অন্তর্গত সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় নিয়মিতভাবে মানবতার সেবায় গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে জনকল্যানমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখা হয়েছে 

এরই ধারাবাহিকতায় গত, বুধবার (২৪ জানুয়ারি) মহালছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে অসহায়, দুঃস্থ ও দীর্ঘদিন যাবৎ রোগাক্রান্ত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এতে মহালছড়ি উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। 

মহালছড়ি সেনা জোনের অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই চিকিৎসা সেবার আয়োজন করা হবে। পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তিও দুর্যোগকালীন সময়ে মহালছড়ি জোন যেকোন সহযোগীতায় পাশে থাকবে বলে জোন অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here