
শুক্রবার (২৭ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ী অঞ্চল ঠান্ডাছড়িতে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মাহালছড়ি জোনের সাথে কথা বলে জানা যায়, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে। মহালছড়ি জোনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানান।