
রাঙামাটি রিজিয়নের কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
অদ্য সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ১০ আর ই ব্যাটালিয়ন কাপ্তাইয়ের
হাজা ছড়া ক্যাম্প এর অন্তর্গত হরিণ ছড়া এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা
এবং বেসরকারি ভাইবোন ছড়া প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা
সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীরা শিক্ষা সহায়তা পাওয়ার পর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন এবং বলেন ১০ আর ই ব্যাটালিয়নের এই মহৎ উদ্যোগ তাদেরকে ভাল ফলাফল অর্জন
করার প্রেরণা যোগাবে।
.jpg)
এ সময় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, কাপ্তাই জনসাধারণের জীবনমান
উন্নয়ন স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিকতার অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের
পাশে দাড়ানো, শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণসহ নানামুখী জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*